ফুলতলা প্রতিনিধি : মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় ফুলতলা উপজেলার বিভিন্ন মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার চারাবটতলা খালসহ সরকারি ৮ টি জলাশয়ে ও পুুকুরে মাছের পোনা অবম্ক্তু করা হয়। এ সময় ২৬৭ কেজি রুই কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা মৎস্য অফিসার জয়দেব পাল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোহাম্মদ আব্দুলহক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা ডাঃ তৌহিদুর রহমান, কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা, মেরিন ফিসারিজ কচি খানম, শহিদুল্লাহ প্রিন্স, রবীন বসু, মাহাবুব হোসেন, কবির ফারাজি প্রমুখ।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত