তথ্য প্রতিবেদক : খুলনায় ফিলিং স্টেশন ভাংচুর ও লুটপাটের ঘটনায় তীব্র আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে খুলনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি।
আজ শনিবার সন্ধ্যায় নগরীর একটি দরবার হলে মোঃ আব্দুল গফফার বিশ্বাসের সভাপতি তিনি অনুষ্ঠিত সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সবাই বলা হয়, শুক্রবার সন্ধ্যায় জেলার ফুলতলা উপজেলায় ইমাম মোড়লের মালিকানাধীন ফুলতলা ফিলিং স্টেশনে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। হামলাকারী ফিলিং স্টেশনে থাকা ১৪ লাখ ৮৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর প্রশাসনকে অবৈধ করা হলো এখনো পর্যন্ত কোনো হামলাকারীকে পুলিশ গ্রেপ্তার করেনি। ফলে পেট্রোল পাম্প মালিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এই ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোড়ল আব্দুস সোবাহান, খুলনা বিভাগে পেট্রোল পাম্প মালিক সমিতির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, খুলনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির ট্রেজারার এসএম মুরাদুজ্জামান মুরাদসহ খুলনার সকল পেট্রোল মানিকগন।
সবাই সিদ্ধান্ত হয় যে, ফুলতলা ফিল্ডিংয়ে স্টেশনে হামলাকারীদের এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করা না হলে খুলনার সকল পেট্রোল পাম্প বন্ধ করে প্রতিবাদ জানানো হবে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত