১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১১:০৬

শিরোনাম
খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন সাড়ে ৪১ কোটি টাকার মুনাফা অর্জন মোংলা বন্দরের খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ২ দিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” এর সমাপনী অনুষ্ঠিত শহীদ সাকিবের কবর জিয়ারতের মাধ্যমে খুলনায় এনসিপি’র কার্যক্রম শুরু

ফকিরহাটে প্রবল বৃষ্টিতে আমন বীজতলা ও মৎস্য ঘেরে ব্যাপক ক্ষতির আশংকা

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫

  • শেয়ার করুন

পি কে অলোক, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাটে কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে নিচু এলাকার অনেক কৃষকের আমন বীজতলা পানিতে ডুবে গেছে। এতে আমন চাষিরা এ মৌসুমে ক্ষতির আশঙ্কা করছেন। এছাড়া বৃষ্টির পানিতে অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়ায় পানি ঢুকে পড়েছে অনেক সবজি ক্ষেতে। ফলে সবজি চাষিরাও পড়েছেন মহাবিপাকে।

অপরদিকে, টানা বৃষ্টির কারনে উপজেলার পুকুর ও মৎস্য ঘেরগুলো পানিতে ভরে গেছে। পরিস্থিতি “ছুঁই-ছুঁই” অবস্থা। এমন পরিস্থিতিতে ঘের ও পুকুর পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি টানাবৃষ্টির কারণে খেটে খাওয়া সাধারন মানুষেরা নানান দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে দিনমজুর ভ্যান চালক এবং নিম্ন আয়ের মানুষেরা এই সময়ে চরম সমস্যায় পড়েছেন। কারণ বৃষ্টিতে তাদের কাজকর্মে বিঘ্ন ঘটছে। এতে তাদের আয় কমে গেছে।

কৃষক মো: বিল্লাল হোসাইন ও মো: রাজেদ শেখসহ কয়েকজন কৃষক জানান, টানা বৃষ্টিতে তাদের বীজতলা একেবারে তলিয়ে গেছে। এতে তারা বীজতলার ক্ষতির আশংকা করছেন। মৎস্যচাষী কালিপদ বিশ্বাস, শেখ মনি, জাকির হোসেনসহ কয়েকজন মৎস্য ঘের চাষীর সাথে আলাপকালে তারা জানান, ঘেরগুলো খুব ঝুকির মধ্যে আছে। টানা বৃষ্টিতে ঘেরগুলো পানিতে ডুবু ডুবু অবস্থা। এমন পরিস্থিতি চলতে থাকলে হাজার হাজার ঘের তলিয়ে ব্যপক ক্ষতির সম্ভবনা আছে বলেও তারা জানান। বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা জানান, টানা বৃষ্টিতে শাক-সবজির বেশি ক্ষতির আশংকা রয়েছে।

দ্রুত পানি নেমে গেলে বীজতলার তেমন ক্ষতি হবে না। এছাড়াও বৃষ্টির পানি দ্রুত নামলে ধানেরও তেমন ক্ষতি হবে না। ফকিরহাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আছাদুল্লাহ জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার অধিকাংশ খাল-বিল পুকুর ও ঘের পানিতে ছুঁই ছুই অবস্থা। এমন পরিস্থিতি আরো কয়েকদিন চলতে থাকলে অনেক ঘের ও পুকুর তলিয়ে যাবে। সেক্ষেত্রে পানি যাতে দ্রুত নিস্কাশন হতে পারে তার জন্য মাইকিং করে প্রচার করা হচ্ছে। মাইকিং করে সকলকে জানানো হচ্ছে কোন নদী ও খালে জাল-পাটা থাকলে দ্রুত সরিয়ে ফেলার নির্দেশনা প্রদান করা হয়েছে।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ শাখাওয়াত হোসেন বলেন, ফকিরহাট উপজেলায় এবার ৪০হেক্টর জমিতে আমন ধানের বীজতলা করেছে কৃষকরা। এরমধ্যে ১০হেক্টর বীজতলা পানিতে তলিয়ে গেছে। এছাড়া ১৪০০হেক্টর জমিতে সবজির চাষ করা হয়েছে। যার মধ্যে ২০হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে।

পাশাপাশি উপজেলায় ২০৭হেক্টর জমিতে আউশ ধানের চাষ করেছেন কৃষকরা। এর মধ্যে ৩হেক্টর জমি পানিতে ডুবে গেছে। তিনি আরো বলেন, বৃষ্টি আরো কয়েকদিন হলে বীজতলা, সবজি ও ধানের ক্ষেতের ব্যপক ক্ষতির আশংকা রয়েছে। আর বৃষ্টি থেমে গেলে ক্ষতির সম্ভাবনা খুবই কম রয়েছে বলেও ঐ কর্মকর্তা জানান।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন