ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট বাণী অর্চনা পূষ্পার্ঘ অর্পণ ও বিভিন্ন আচার অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যা, জ্ঞান ও সঙ্গীতের দেবী সরস্বতী শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের বাড়ি ও পূজামন্ডপে সকাল থেকে পূজা শুরু হয়। পূজা শেষে ভক্তরা পুষ্পাঞ্জলি ও প্রসাদ গ্রহন করেন। এদিন শিশুদের হাতেখড়িরও আয়োজন করা হয়।
মূলঘর ইউনিয়নের কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় পূজা আরম্ভ হয়।
পূজা শেষে বানী অর্চনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠিকতা সম্পন্ন হয়। শেষে ভক্তকুলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এসময় কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার, সহকারী শিক্ষক ইতি মজুমদার, মিথুন কুমার রায়, মুক্তিপদ রায়, মায়া মজুমদার, অলোক কুমার পাল, পলাশ বিশ্বাস, স্বপ্না গোলদার, মানষী বড়াল, পার্থ প্রসুন রায়, মিতা গোমস্তা, মিলন কান্তি মোহন্ত ও নুপুর রায়সহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও পিলজংগ মাধ্যমিক বিদ্যালয় ও কংগ্রেস মোড় পুজা মন্দির সহ বিভিন্ন বাড়িতে এবং প্রতিষ্টানে অনুরুপ সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত