শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়েছে ভারত। পাকিস্তানের দেওয়া ১৬০ রানের টার্গেটে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
রোববার (২৩ অক্টোবর) চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও সম্মুখ সমরে মিলিত হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। মেলবোর্নের এই মহারণে অবশ্য শেষ হাসি হাসেন বিরাট কোহলিরাই।
নাটকীয় উত্তেজনাপূর্ণ এই ম্যাচে আগে ব্যাট করে ইফতেখার ও শান মাসুদের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে পাকিস্তান। অর্থাৎ জয়ের জন্য ভারতের দরকার পড়ে ১৬০ রান।
সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩১ রানেই ৪ উইকেট খুইয়ে বসে ভারত। পাকিস্তানি বোলার-ফিল্ডারদের সামনে একে একে সাজঘরে ফেরেন লোকেশ রাহুল (৪), রোহিত শর্মা (৪), সূর্যকুমার যাদব ১৫ ও অক্সার প্যাটেলরা (২)।
এরপরই ক্রিজে এসে কোহলির সঙ্গে জুটি বাঁধেন হার্দিক পান্ডিয়া। বিপর্যয় সামলে নিয়ে পাকিস্তানি বোলাদের চার-ছক্কা মেরে তুনোধুনো করে ৭৮ বলে ১১৩ রানের জুটি গড়ে দলকে জয়ের নাগালে নিয়ে যান দুজনে। এরই মাঝে নিজের ৩৪তম ফিফটি পূরণ করেন বিরাট।
যাতে জয়ের জন্য শেষ ওভারে ১৬ রান দরকার পড়ে ভারতের। কিন্তু নাটকীয় ওই শেষ ওভারের প্রথম বলেই আউট হয়ে ফেরেন ৩৭ বলে ৪০ করা হার্দিক। তবুও দমে যায়নি ভারত।
মোহাম্মদ নওয়াজের করা ওই ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ১ ও ২ রান নিলে শেষ তিন বলে ১৩ রান দরকার পড়ে দলটির। এ অবস্থায় ফুলটস ডেলিভারি দিলে ছক্কা হাঁকান কোহলি। তবে বলটি ওভার ফুলটস হলে নো-বল কল করেন আম্পায়ার। যার ফলে ৩ বলে ১৩ থেকে ভারতের প্রয়োজন দাঁড়ায় ৩ বলে ৬ রান।
এমন অবস্থায় ওয়াইড বল দেন নওয়াজ। পরের বলে কোহলি বোল্ড হলেও ফ্রি হিটের কারণে দৌড়ে ৩ রান নেন বল স্ট্যাম্পে লেগে সীমানার কাছে গেলে। পরের বলে স্ট্যাম্পিং আউট হন দিনেশ কার্তিক। ফলে শেষ বলে দরকার পড়ে ২ রানের। কিন্তু আবারও ওয়াইড দিলে ১ বলে ১ রানের সমীকরণটি সহজেই মিলিয়ে ফেলেন রবিচন্দ্রন অশ্বিন।
আর শ্বাসরুদ্ধকর ম্যাচটি ভারত জিতে নেয় ৪ উইকেটে। ম্যাচ জয়ের নায়ক বিরাট কোহলি অপরাজিত থাকেন ৮২ রানের ইনিংস খেলে। তার ৫৩ বলের এই ম্যাচজয়ী ইনিংসে ছিল ছয়টি চারের সঙ্গে চারটি ছক্কার মার।
এর আগে পাকিস্তানের হয়ে ফিফটি হাঁকান ইফতেখার আহমেদ ও শান মাসুদ। প্রথম জন ৩৪ বলে ৫১ করে আউট হলেও দ্বিতীয়জন ৫টি বাউন্ডারির সাহয্যে ৪২ বলে নট-আউট থাকেন ৫২ রান করে।
ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও আর্শদ্বিপ সিং।
পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচটি। কখনো জয়ের পাল্লা পাকিস্তানের দিকে আবার কখনো ভারতের দিকে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত প্রায় লাখ দর্শক তখন দারুণ উৎকণ্ঠায়। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর ম্যাচটি ভারতই জিতে নেয়।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত