এ কে আজাদ, পাইকগাছাঃ বিমান বাহিনীতে চাকুরি দেয়ার নামে ৫লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মনিরুজ্জামান শান্ত নামে এক প্রতারককে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ।
ওসি এজাজ শফী জানান, প্রতারক শান্ত বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কাজলাকাঠি গ্রামের আফসার আলীর ছেলে। সে লেখা পড়ার কারনে খুলনার দৌলতপুর বিজিবি চেক পোষ্ট ২১ পদাতিক এর বিপরীত শেখ শওকত কমিশনারের বাড়ীতে থাকে।সে বিভিন্ন সময় বিমান বাহিনীর অফিস সহায়কের চাকরি করেন বলে নিজেকে পরিচয় দেয়। ঐ একই পদে চাকরি পাইয়ে দেবে এ চুক্তিতে পাইকগাছা উপজেলার বাইনচাপড়া গ্রামের ইউনুছ আলীর ছেলের চাকুরী বাবদ সাড়ে ৩ লাখ ও রুহুল আমিন হাওলাদারের ছেলে শাহীন বাবদ দেড় লাখ টাকা হাতিয়ে নেয়। পরে নানা তাল বাহানা করায় ২০ জুলাই প্রতারক শান্তকে ইউনুছের বাড়ীতে ডেকে আনা হয় কৌশলে। সেখান থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে বলে জানাগেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে ৪০৬, ৪২০ ধারায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। যার নাং ৩৬, তারিখ ২২/০৭/২০।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত