খুলনা পাইকগাছা থানার ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষ হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি আলমগীর মোড়ল (২৭) দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার (১৭ জানুয়ারি) প্রান্ত ঘোষ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
এ তথ্য জানিয়েছেন সিআইডি খুলনা মেট্রো অ্যান্ড জেলা পুলিশ পরিদর্শক মোছাম্মদ মাহমুদা খাতুন।
তিনি বলেন, পাইকগাছার পুরাইকাঠির অচিন্ত (ভড়ু) ঘোষের ছেলে ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষকে আসামিরা ২০২০ সালের ৭ অক্টোবর আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুল ইকবাল মন্টুর উপজেলা নির্বাচনী মিটিং শেষে গড়াইখালি থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যা
সাড়ে ৬টার দিকে গড়ইখালি শুকুমার ডাক্তারের মোড়ে পথ রোধ করে পিটিয়ে গুরুতর আহত ও জখম করে।
পরে চিকিৎসাধীন অবস্থায় ১৪ অক্টোবর প্রান্ত ঘোষ মৃত্যুবরণ করলে নিহতের ভাই ব্যাংক কর্মকর্তা অনুপ ঘোষ বাদী হয়ে পাঁচ জনকে এজাহারভুক্ত আসামী করে ১৬ অক্টোবর পাইকগাছা থানায় মামলা দায়ের করেন।
তিনি জানান, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।
সিআইডি খুলনা তদন্তভার গ্রহন করে শনিবার (১৬ জানুয়ারি) মাদারীপুর জেলা থেকে আসামি আলমগীর মোড়লকে গ্রেফতার করে রোববার (১৭ জানুয়ারি) বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আলমগীর মোড়ল পাইকগাছার ফকিরাবাদের মহিদুল মোড়লের ছেলে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত