ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর আনুমানিক বিকাল ৩ টায় দিঘলিয়া উপজেলার চন্দ্রিনী মহল এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজান হাওলাদার (৪০) কে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কামরুল শেখ (৪২) এর বসত বাড়ি তল্লাশি করে দেশীয় অস্ত্র, মাদক ও মাদক সেবনের উপকরণ পাওয়া যায়। উল্লিখিত মাদক ব্যবসায়ী কামরুল শেখ এর স্ত্রী শান্তা বেগম (৩২) কে মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় আটক করা হয়।
আটককৃত ব্যক্তি রমজান হাওলাদার এর বিরুদ্ধে দিঘলিয়া থানায় ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানে দিঘলিয়া থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত