বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে যৌথ অভিযান পরিচালনাকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১ ফেব্রুয়ারী) মধ্যরাতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদর রাজাপুর ইউনিয়ন্থ শ্যামপুর এলাকা থেকে সন্ত্রাসী ও ডাকাত গিয়াস উদ্দিন ও হাসানকে আটক করে। এ সময় ১ টি দেশীয় পিস্তল, ২ রাউন্ড কার্তুজ, ১টি পাইপগান (একনালা), ১টি চাপাতি ও ১টি ছুরি, ৫টি মোবাইল, ১টি ল্যাপটপ ও সিসিটিভি সরঞ্জামাদিসহ আটক করে।
এছাড়াও শনিবার খুলনার সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অন্য একটি অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মামুন হাওলাদার ওরফে পেস্টিং মামুন এবং যশোর অঞ্চলের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী আমজাদ হোসেন আকাশকে আটক করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেন্ট জারি থাকায় উক্ত এলাকায় পলাতক অবস্থায় আত্মগোপনে ছিলো। এছাড়াও মামুন হাওলাদার ওরফে পেস্টিং মামুনের বিরুদ্ধে ইতিপূর্বে ১১ টি এবং আকাশের বিরুদ্ধে ৫ টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানদ্বয়ে র্যাব ও পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত