মিলন হোসেন বেনাপোল,
নানা কর্মসুচির মধ্যে দিয়ে যশোর এর বন্দরনগরী বেনাপোলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় বাংলাদেশ সোস্যাল এ্যাক্টিভিস্ট ফোরামের বেনাপোল শাখার আয়োজনে ও বেনাপোল বন্দর প্রেসক্লাবের সহযোগিতায় কাগজপুকুর শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্প অর্পণ, র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বাংলাদেশ সোস্যাল এ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি শেখ কাজিম উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় স্বরণ সভায় বক্তব্য রাখেন,বেনাপোল পোর্ট থানা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার,বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান, ইমিগ্রেশন ওসি আহসান হাবিব,বিশিষ্ট সাংবাদিক,ও কবি বীর মুক্তিযোদ্ধা আলতাফ চৌধুরী,বেনাপোল ৪ নং ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সোস্যাল এ্যাক্টিভিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান স্বেচ্ছা সেবকলীগের ।
এসময় উপস্থিত ছিলেন চেকপোস্ট কাস্টমস রাজস্ব কর্মকর্তা শারমিন আক্তার,রহমান. ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী, সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান,প্রেসক্লাব বেনাপোলের দপ্তর সম্পাদক ও দুর্নীতি দমন কমিশন শার্শা উপজেলা কমিটির সদস্য মিলন হোসেন,বন্দর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রুবেল,দপ্তর সম্পাদক শাহনেওয়াজ স্বপন, প্রমুখ।
স্বরণ সভায় বক্তারা বলেন, এই প্রথম কোন সামাজিক সংগঠন বেনাপোলে শহীদ বুদ্ধীজীবী দিবস পালন করলো। বাঙালী জাতীকে মেধা শুণ্য করতে পাকিস্তানী হানাদার বাহিনীর দোসররা বিজয় দিবসের ঠিক আগ মুহূর্তে পূর্ব পরিকল্পতি ভাবে দেশের বুদ্ধিজীবী শিক্ষক,দার্শনিক,আইনজীবি,শিল্পী,সাংবাদিক ও সমাজসেবক ধরে নিয়ে গণ হত্যা করে। তবে তাদের সেই চক্রান্ত দেশের স্বাধীনতা আর উন্নয়নের ধারাকে দমিয়ে রাখতে পারেনি। সব অপশক্তিকে মোকাবেলা করে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত