প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেকর্ড ৮ জনের মৃত্যু হয়েছে। যা এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়াল।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৬৫ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা এ বছর একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ২৮২ জনে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় ৪৯৭ জন এবং ঢাকার বাইরে ২৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সারা দেশে মোট দুই হাজার ৬৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯১৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৭৮০ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৫০৪ জন।
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। ঢাকা ও কক্সবাজারে শনাক্ত হয়েছে নতুন ধরন। স্বাস্থ্য অধিদফতর বলছে, আক্রান্ত রোগীকে দেরি করে হাসপাতালে নেয়ায় ভর্তির তিনদিনের মধ্যেই মারা যাচ্ছেন অনেকে।
রাজধানীর মধ্যে মিরপুর, উত্তরা, মুগদা, যাত্রাবাড়ী, ধানমন্ডি এলাকাকে ডেঙ্গুর হটস্পট বলে জানায় সংস্থাটি।
আইইডিসিআরের কর্মকর্তা অধ্যাপক ডা. তাহমিনা শিরীন জানান, এ বছর ডেঙ্গুর ৩টি ভেরিয়েন্ট সক্রিয়। এর মধ্যে ঢাকায় পাওয়া যাচ্ছে নতুন ভেরিয়েন্ট ডেন ৪।