দেশে করোনাভাইরাসে শুক্রবার (১ আগস্ট) থেকে শনিবার (২ আগস্ট) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ৮৮৬ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ২২ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ৮ জন চট্টগ্রামের ৩ জন, সিলেটের ১ জন, রংপুরের ১ জন, খুলনার ৩ জন এবং বরিশাল বিভাগের ২ জন।
বয়স ভিত্তিক বিশ্লেষণে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন। ২২ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী। হাসপাতালে মারা গেছেন ২০ জন এবং বাসায় ২ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৩ হাজার ১৫৪ জনের।
আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ২ লাখ ৪০ হাজার ৭৪৬।
গত ২৪ ঘন্টায় মোট ৩ হাজার ২১৩ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ৩ হাজার ৬৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৮৯ হাজার ২৯৫ টি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৩২৪ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৫১ হাজার ৮০৫ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৮৫ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৩৩ হাজার ৮৫ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৮ হাজার ৭২০ জন।
নমুনা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬ দশমিক ৮৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।
শনিবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত