দিনাজপুরের হাকিমপুরে ঢাকা-পঞ্চগড় রুটের দ্রুত যান এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে দিনাপুরের সঙ্গে ঢাকা-খুলনা-রাজশাহী ও নীলফামারীর ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার ঢেলুপাড়ায় নির্মাধীণ একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।
রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, ‘বিকেলে পার্বতীপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। বেশ কয়েকদিন আগে ওই স্থানে ট্রেনের লাইনের ব্রিজ সংস্কারের কাজ চলছিল। সেখানে ট্রেনটির গতি কম থাকায় কোনো কারণে ‘ঘ’ বগীর পেছনের দুই চাকা এবং ‘গ’ বগীর সামনের দুই চাকা নিয়ে দুইটি বগির লাইনচ্যুত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
তিনি আরও বলেন, ‘ট্রেনটির সামনের ইঞ্জিনসহ আটটি বগি নিয়ে হিলি রেলস্টেশনে গিয়েছে। লাইনচ্যুত বগিগুলোকে উদ্ধার করতে এরইমধ্যে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেনটি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে আপাতত ওই লাইন দিয়ে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত