দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মোল্লা ফিরোজ হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেছে দিঘলিয়া থানা পুলিশ।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন, শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানা পুলিশের একটি দল দিঘলিয়া গ্রাম থেকে ফিরোজ মোল্লাকে গ্রেপ্তার করে। তিনি বলেন, দিঘলিয়া থানায় ফিরোজ মোল্লার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এরমধ্যে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর দায়েরকৃত একটি মামলার এজহারনামীয় আসামী তিনি। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ অক্টোবর ডাকবাংলা চত্বরে বিএনপি’র খুলনা বিভাগীয় সমাবেশে যোগ দিতে ফুলতলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা ট্রলারযোগে যাওয়ার সময় দিঘলিয়া উপজেলার চন্দনীমহল কাটাবন এলাকায় তাদের ওপর হামলা হয়। ওই হামলার ঘটনায় ফুলতলা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী আনোয়ার হোসেন বাবু বাদী হয়ে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলার এজাহার ভুক্ত আসামি মোল্লা ফিরোজ হোসেনসহ আরও ছিলেন সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, শেখ জুয়েল, তার ভাই শেখ সোহেল, শেখ রুবেল, শেখ বেলাল উদ্দিন বাবু, খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য এসএম কামাল হোসেন, বেগম মুন্নুজান সুফিয়ান ও আব্দুস সালাম মুর্শেদী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন অর রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ নান্নু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, সাবেক ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, সাবেক রূপসা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিব, সাবেক রূপসা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত হোসেন পল্টু, রূপসা কলেজের অধ্যক্ষ আবদুস সালাম ফকির, রূপসার ইউপি চেয়ারম্যান বুলবুল ও জাহাঙ্গীর, ফুলতলা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃণাল হাজরা, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, সংগঠনিক সম্পাদক শেখ কামাল হোসেন, দিঘলিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী রহিম, গাজীরহাট ইউপি চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, তার ভাই যুবলীগ নেতা হামিম মোল্লা, দিঘলিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন শেখসহ খালিশপুর, খানজাহান আলী থানা, দিঘলিয়া, রূপসা, তেরখাদা উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ২১৫ নেতাকর্মী।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত