খবর বিজ্ঞপ্তি:
দলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইউএসএইড এর অর্থায়নে, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর কারিগরী সহযোগীতায় এবং ওয়ার্কিং কমিটি ও দলিত হরিজন সম্প্রদায়ের সহযোগীতায় সেইড প্রকল্পের মাধ্যমে দলিত সংস্থা সেইড প্রকল্পের লার্নিং শেয়ারিং এন্ড প্রজেক্ট কেøাজিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ আগস্ট) বেলা ১১ টায় নগরীর নতুন বাজার রোডস্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে দলিত এর নির্বাহী পরিচালক স্বপন কুমার দাসের সভাপতিত্বে এ মিটিং অনুষ্ঠিত হয়।
দলিত ওয়ার্কিং গ্রুপ এর আহ্বায়ক সিলভী হারুন বলেন, প্রকল্প শেষ হয়ে গেলেও দলিত হরিজনদের অধিকার আদায়ে আমরা সর্বদাই দলিত হরিজনদের সথে কাজ করে যাবো এবং দলিতদের দাবী সমূহ সাংবিধানিকভাবে বাস্তবায়নের জন্য কাজ করবো। এ সময় উপস্থিত সকলে এক সাথে কাজ করার জন্য সহমত পোষণ করেন।
দলিত-হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের দাবীগুলো তুলে ধরেন এবং একটি সুপারিশ মালা প্রদান করেন। এ দাবীগুলো বাস্তবায়নে সকলের একসাথে কাজ করার জন্য আহ্বান করেন। সুপারিশ সমূহ হলো, জাতীয় সংখ্যালঘু কমিশন প্রতিষ্ঠা করা এবং দলিতদের অধিকারকে এগিয়ে নিতে সংখ্যালঘু বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করা, সংখ্যালঘুদের অধিকার একটি প্লাটফর্মের মাধ্যমে অগ্রসর করার জন্য ককাস তৈরি বা পুনরায় সক্রিয় করা (যেমন- অদিবাসী-দলিত-সংখ্যালঘু ককাস বা দলিত ককাস), সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন সুবিধাসমূহ এবং প্রোগ্রামগুলিতে দলিতদের অভিগম্যতা প্রসারিত করা, বৈষম্য বিলোপ আইন দ্রুত কার্যকর করা।
এ মিটিয় এ উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের আর্কিটেক্ট রেজবিনা খানম, ঢাকা কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর অ্যাডভোকেসী এসপেশ্যালিস্ট ইফ্ফাত জেরিন। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, মানবাধিকার কর্মী, সমাজকর্মী, সাংবাদিক, দলিত হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ, প্রকল্প ব্যবস্থাপক ইসরাত নূয়েরী হোসেন, অরুন দাশ প্রমুখ।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত