স্টাফ রিপোর্টার: খুলনার তেরখাদায় ডাকাত দলের ছুরিকাঘাতে জামাল শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। এর আগে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আড়ফাঙ্গাসিয়া এলাকায় ছুরিকাঘাতে রক্তাক্ত জখম হন তিনি। আজ
নিহত জামাল শেখ স্থানীয় আড়ফাঙ্গাসিয়া গ্রামের মো. আব্দুর সাত্তার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে তেরখাদার আড়ফাঙ্গাসিয়া গ্রামের স্কুল শিক্ষক মো. আব্দুল্লাহ্বার বাড়িতে ডাকাত দল হানা দেয়। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। প্রাণ বাঁচাতে এক পর্যায়ে চিকিৎসার শুরু করেন মো. আব্দুল্লাহ্ ও তার পরিবার। ডাকাতদের আক্রমনের আভাস বুঝতে পেরে এগিয়ে আসে এলাকাবাসী। এর মধ্যে নিকট প্রতিবেশী ও আব্দুল্লার খালাতো ভাই জামাল শেখ একজন ডাকাতকে জাপটে ধরেন। পরে অন্য দস্যুরা জামাল শেখকে ছুরিকাঘাত করে। এতে মারাত্মক আহত হন জামাল। একপর্যায়ে এলাকায় ব্যাপক হৈচৈ শুরু হলে দস্যুদল ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা জামালকে উদ্ধার করে প্রথমে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে খুমেক হাসপাতালেই জামালের মৃত্যু হয়।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, তেরখাদার আড়ফাঙ্গাসিয়া এলাকায় দস্যুদের ছুরিকাঘাতে একজন রক্তাক্ত জখম হয়েছিলেন। পরে হাসপাতালে তিনি মারা গেছেন।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত