রূপসা প্রতিনিধি:
তীব্র দাবদাহে অতিষ্ট জনজীবনে কিছুটা স্বস্তি আনতে এক অভাবনীয় উদ্যোগ গ্রহন করেছে রূপসা উপজেলাধীন নৈহাটী কালীবাড়ী বাজারস্থ মেসার্স পারভেজ মেডিকেল হল এর স্বত্তাধিকারী মোঃ শাহ্ জামান প্রিন্স। বৃহস্পতিবার ২ মে’২৪ বেলা ১১ টায় এ কাজের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। বাজার এলাকায় আগত সকল শ্রেনী-পেশার শত শত মানুষের মাঝে এ শরবৎ বিতরণ কার্যক্রম চলমান থাকে বেলা দেড়টা পর্যন্ত। চিনি, কাগজী লেবুর রস, তোকমা, ইছুপগুলের ভূষি, ট্যাঙ্গ, বিট লবণ, বিশুদ্ধ খাবার পানি ও ফ্রীজে তৈরী করা বরফের মিশ্রনে এ পানীয় মানুষের মাঝে সরবরাহ করা হয়। মানবতার কল্যাণে পরিচালিত এ কার্যক্রমকে সাধুবাদ জানান এলাকার আপামর জনসাধারণ। গৃহিত এ কার্যক্রম সম্পর্কে মোঃ শাহ্ জামান প্রিন্স বলেন, আমি ফার্মেসী (ওষুধ) ব্যবসার সাথে যুক্ত। প্রতিনিয়ত আমার এখানে বিভিন্ন মানুষ নানাবিধ অসুস্থ্যতার ব্যবস্থাপত্র নিয়ে আসেন ওষুধের প্রয়োজনে। অনেক সময় তাদেরকে তীব্র গরমের কারণে কষ্ট পেতে দেখি। সেই থেকে চিন্তা করি মানুষের জন্য ক্ষুদ্র পরিসরে কিছু করা যায় কিনা। সে ভাবনা থেকে এ কার্যক্রম গ্রহন করা। মানুষ হিসেবে মানবতার সেবা করার প্রয়াস মাত্র। উদ্বোধনী এ কার্যক্রমে উপস্থতি ছিলেন, নৈহাটী ইউনিয়ন পরিষদের সদস্য যথাক্রমে মোঃ আলমগীর হোসেন শ্রাবন, মোঃ আসাবুর রহমান, রেশমা আক্তার, সমাজসেবী তারেক আহম্মেদ টিপু, নৈহাটী কালীবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি ভক্ত রঞ্জন দাস, সাবেক ইউপি সদস্য মোঃ শরফিুল ইসলাম বাবু, মোঃ জাকির হোসেন, সাবেক সেনা সদস্য মোঃ লিয়াকত আলী খাঁ, দাউদ আলী শেখ, পিন্টু গোপাল দে, জয়দেব দাস, নিয়াজ মাহমুদ, মোঃ আরমান শেখ প্রমুখ।
দাবদহ চলমান থাকা পর্যন্ত এ কার্যক্রম থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন মেসার্স পারভেজ মেডিকেল এর স্বত্তাধিকারীমোঃ শাহ্ জামান প্রিন্স।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত