তালা প্রতিনিধি : তালার শিবপুর গ্রামে ভেজাল দুধ তৈরির কারখানা বানিয়ে ভেজাল দুধ তৈরী বিক্রয়ের সাথে যুক্ত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে তালা থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চণ্ডীপুর গ্রামের মৃত অসীম ঘোষের ছেলে সোহাগ ঘোষ (২৭) ও তালা উপজেলা সদরের শিবপুর গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে মো. সিরাজুল ইসলাম শেখ (৪০)।
গতকাল (২৫ এপ্রিল) রাত আনুমানিক ৭.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে তালা উপজেলার শিবপুর গ্রামে সিরাজুল ইসলাম শেখ (৪০) এর বসতবাড়ি গোয়ালঘরের বারান্দা থেকে একটি ব্লেন্ডার মেশিন, ৭টি ড্রাম, ভেজাল দুধ তৈরির পাউডার,৫ লিটার সয়াবিন তেল, ১৮ কেজি পাম অয়েল,১৫ কেজি গ্লকোজ, ওজন পরিমাপ যন্ত্র,ভেজাল দুধ তৈরী করার মেশিন ২টি, একটি মোটরচালিত ভ্যান, একটি ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেলসহ ২৮০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ শেখ মো.শাহিনুর রহমান ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানতে পারেন, তারা এলাকার বিভিন্ন স্থান থেকে দুধ ক্রয় করিয়া মেশিনের সাহায্যো দুধ হতে ক্রিম উঠিয়ে ক্রিম ও সয়াবিন তেল মেশিনে মিশাইয়া ভেজাল ঘি তৈরী করে। দুধ হতে ক্রিম আলাদা করার পর পুনরায় দুধের গুনগত মান ফ্যাট যাহাতে সঠিক থাকে তাদের থাকা দুধের যে পরিমান ফ্যাটের প্রয়োজন সেই পরিমান ফ্যাট তৈরী করার জন্য দুধ ও সমপরিমান সয়াবিন তেল, জেলি,পানি মিশেয়ে ম্যাশিনের সাহায্যে দুধের পুষ্টি গুনের জন্য ভেজাল ফ্যাট তৈরী করে মেশিনের সাহায্যে দুধের পুষ্টি গুন ঠিক রাখে। তারা দীর্ঘদিন যাবত ভেজাল দুধ তৈরী করে প্রতিদিন ৪৫০-৫০০ কেজি ভেজাল দুধ বিভিন্ন প্রতিষ্ঠান সহ এলাকার বাজারে সরবরাহ করে আসছিল। এ অভিযানে নেতৃত্ব দেন, এসআই মো. আব্দুল্লাহিল আরিফ নিশাত, এএসআই শেখ জামাল হোসেন,এএসআই জিয়াউর রহমান সহ একটি চৌকস টিম।
এ সংক্রান্তে তালা থানার এস আই মো. আব্দুল্লাহিল আরিফ নিশাত বাদীয় ধৃত আসামীদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-সি ধারায় নিয়মিত মামলা রুজু করেন। মামলা নং-১৪,তাং-২৫/০৪/২৫। ধৃত আসামীদের বিজ্ঞ আদতালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত