খবর বিজ্ঞপ্তির : খুলনা ৫ আসনের বিএনপি'র প্রার্থী আলি আসগার লবি বলেন, খেলাধুলা জীবন উপভোগের অন্যতম মাধ্যম। এটি আমাদের নেতৃত্ব দেওয়া শেখায়। অধ্যবসায় ও সহনশীলতার পাশাপাশি হার ও জিত মেনে নেওয়ার মনন তৈরি করে। বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের জন্য মাদক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটা থেকে পরিত্রাণের উপায় হিসেবে সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো। তরুণদের খেলাধুলায় বেশি মনোনিবেশ করতে হবে। আমি এমপি নির্বাচিত হলে ডুমুরিয়া-ফুলতলাকে মাদকমুক্ত করে খেলাধুলার নগরী হিসেবে গড়ে তুলতে চাই।
সোমবার (২৬ জানুয়ারী) বিকালে ৫ নং আটলিয়া ইউনিয়ন এর নরনিয়া ফুটবল মাঠে ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের খেলার মাঠ দরকার খেলাধুলার পরিবেশ তৈরি করে দেওয়া দরকার। যুবসমাজকে মরণফাঁদ মাদকের হাত থেকে মুক্ত রাখতে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, মোল্লা মোশারাফ হোসেন (মফিজ), জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুলা হেল কাফি শখা, মো: সজিব, সাবেক জিএস আরিফ প্রমুখ। মনিরুল হাসান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মফিজুর রহমান মফিজ।
পরবর্তীতে চুকনগরের বিভিন্ন স্থানে গনসংযোগ করেন। এসময় আলি আসগর লবি আরো বলেন, ব্যবসায়ী সমাজ, শ্রমজীবী মানুষ এবং সাধারণ জনগণের অধিকার রক্ষাই আমার রাজনীতির মূল লক্ষ্য। খুলনা- ৫ আসনকে একটি উন্নত, দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ অঞ্চলে রূপান্তর করতে হলে আপনাদের সম্মিলিত সমর্থন প্রয়োজন। আমি নির্বাচিত হলে ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি, বাজার ব্যবস্থাপনার আধুনিকায়ন, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তরুণদের কর্মসংস্থানের বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করবো।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত