ভ্রাম্যমাণ প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের ডাঃ স্বপন কর নামে এক প্রভাবশালী ব্যক্তি বিরুদ্ধে এলাকার পানি নিষ্কাশনের কালভার্ট বন্ধ করা ও শত বছরের খাল জবরদখল করে ভরাট করে নেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় গত কয়েকদিনের বৃষ্টিতে অত্র এলাকার পিচের রাস্তা, স্কুল ও কয়েকটি বাড়িতে পানি উঠে গেছে। অনতিবিলম্বে কালভার্ট খুলে দেওয়াসহ মাটি ভরাট করা খাল কেটে না দিলে পুরো এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, নরনিয়া এলাকার পানি নিষ্কাশনের জন্য একটি খাল ছিল। মুরুব্বিদের কাছে জানা যায়, খাল দিয়ে প্রায় একশো বছর ধরে পানি নিষ্কাশন হয়ে আসছে। বিশেষ করে বর্ষার মৌসুমে ঐ খাল দিয়ে পানি ভদ্রা নদীতে গিয়ে পড়ে। সে কারণে এলাকাবাসীর প্রচেষ্টায় রাস্তার নিচ দিয়ে একটি কালভার্টও নির্মান করা হয় এবং ভদ্রা নদী খননের সময় নদীর পাশ দিয়ে মাটি ফেলানো হলে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। সে সময় বাসুদেব দত্ত নামে এক সমাজ সেবক নিজের অর্থায়নে মাটির নিচ দিয়ে খুঁড়ে ভদ্রা নদীতে পানি সরবরাহের ব্যবস্থা করেন। এতে পানি সরবরাহে কোন প্রতিবন্ধকতা ছিল না।
কিন্তু গত বছর ডাঃ স্বপন কর ও তার পুত্র সৌরভ কর এলাকার পানি নিষ্কাশনের কথা চিন্তা না করেই খালটি বালি ভরাট করে দেয়। এতে এবছর বর্ষার শুরুতে উক্ত খাল দিয়ে পানি সরতে না পারায় জলাবন্ধতা শুরু হয়েছে। ইতিমধ্যে এত্র এলাকায় যাতায়াতের পিচের রাস্তা তলিয়ে গিয়ে পিচ উঠে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। নরনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যালয়ের মাঠে বৃষ্টির পানি উঠে গেছে এবং কয়েকটি বাড়িতে পানি উঠে গেছে। এব্যাপারে মাধন ব্রহ্মের স্ত্রী ইতু ব্রহ্ম বলেন, এই গ্রামে বিবাহ হয়েছে প্রায় ৫০ বছর আগে। সেই থেকে আমি উক্ত খাল দিয়ে পানি নিষ্কাশন হতে দেখেছি। বর্তমানে খালটি বালি দিয়ে ভরাট করায় আমাদের বাড়ির উঠানে পানি উঠে গেছে। ডাঃ স্বপন কর বলেন, আমি অল্পদিনের মধ্যে খালটি কেটে দিব। আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বলেন, যদি পানি সরবরাহের খাল কেউ বন্ধ করে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির চেষ্টা করে। তাহলে ঐক্যবদ্ধভাবে খালটি কেটে দেওয়া হবে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত