লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের উপর ভয়ঙ্কর নিধন যজ্ঞে নেমেছিল চীনা সেনা। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা শোনালেন আহত হয়ে ফিরে আসা এক ভারতীয় জওয়ান।
তার বক্তব্য অনুযায়ী, প্রায় ৮ ঘণ্টা ধরে চলেছিল সেই ভয়ঙ্কর সংঘর্ষ। অল্পতেই নিরস্ত্র জওয়ানদের উপরেও হামলা চালায় চীনা সেনারা। চীনা সেনারা জোর করে ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টা চালাচ্ছিল। প্রতিরোধ গড়ে তোলে ভারতীয় সেনা। তারপরেই হামলা চালাতে শুরু করে চীনা জওয়ানরা। আগ্রাসী মূর্তিতে ধেয়ে আসে ভারতীয় বাহিনীর দিকে। মুহূর্তেই ভারতীয় জওয়ানদের উপর হামলা চালায় তারা। এমনকী ভারতীয় জওয়ানদের পাকরাও করতে পাহাড়েও অভিযান চালিয়েছে তারা।
আহত ঐ জওয়ান জানিয়েছে, তিনি কোনও মতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। সংঘর্ষে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। কমপক্ষে ২৩ জন জওয়ানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে আহত জওয়ান। গুরুতর আহত অবস্থায় ১১০ জন জওয়ানের চিকিৎসা চলছে।
চিন লাদাখের গালওয়ান উপত্যকায় পয়েন্ট ১৪- থেকে কিছুতেই টেন্ট সরাতে রাজি হচ্ছিল না চীনা বাহিনী। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিতণ্ডা শুরু হয়। সাদা পতাকা নিয়ে আলোচনার জন্য গিয়েছিল ভারতীয় সেনা। কিন্তু তাতে রাজি হয়নি চিনা সেনা। তারপরেই পাথরবৃষ্টি শুরু হয়।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত