প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে উপজেলা পরিষদ মিলনায়তনে ২৫ এপ্রিল ২০২২ রোজ সোমবার সকাল ১০টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের আলোচ্যবিষয়ঃ মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সবার জন্য বাসস্থান, ''কেহ গৃহহীন ও ভূমিহীন থাকবেনা''এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং স্বদিচ্ছায় সারাদেশে একযোগে ৩২,৯০৪টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে আগামী ২৬ এপ্রিল ২০২২ সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২শতক জমিসহ সেমিপাকা গৃহ মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন। চিতলমারী উপজেলায় সর্বমোট ৪৪১জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ১ম পর্যায়ে ১৭ জন ২য় পর্যায়ে ৫০ জনের অনুকুলে গৃহ বরাদ্দ প্রদান করা হয়। ৩য় পর্যায়ে আগামীকাল ব্রজ বালার ১টি, বড়বাড়িয়ার দলুয়াগুনিতে ১৫ টি এবং শিবপুরের ত্রীপল্লিতে ১২টি মোট ২৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করবেন। চিতলমারী উপজেলায় এপর্যন্ত সর্বমোট বরাদ্দকৃত গৃহের সংখ্যা ১৯৪টি। অবশিষ্ট ২৪৭জনের গৃহ বরাদ্দের অপেক্ষায় আছে। সেগুলো পর্যায়ক্রমে নির্মাণ করা হবে।
উপজেলা পরিষদ মিলনায়তনে সারাদেশের ন্যায় উক্ত গৃহ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উক্ত প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বাবু অশোক কুমার বড়াল, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা,জান্নাতুল আফরোজ স্বর্ণা সহকারী কমিশনার ভূমি,জনাব বাবুল হোসেন খান সভাপতি উপজেলা আওয়ামী লীগ, ডাঃ মামুন হাসান,ইউপি চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিক বৃন্দ, সরকারি বেসরকারি কর্মকর্তা বৃন্দ।
এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত