খবর বিজ্ঞপ্তির : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, নারীর ক্ষমতায়ন তখনই সম্ভব, যখন কোনো বাধা বা সীমাবদ্ধতা ছাড়াই নারী শিক্ষা, কর্মজীবন এবং নিজেদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন নারী উন্নয়নের পথপ্রদর্শক।
তিনি আরো বলেন, নারীরা আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। দেশের অর্ধেক জনশক্তি নারী। এ অর্ধেক জনশক্তিতে উপেক্ষা করে কাঙ্খিত লক্ষে পৌছানো সম্ভব নয়। এই জনশক্তিকে কাজে লাগিয়ে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য ঘরে ঘরে গিয়ে নারীদের কাছে শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে।
গতকাল রবিবার বিকাল ৪টায় ৮নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে খালিশপুর থানা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ বক্তার বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স, কাউন্সিলর মোঃ ডালিম হাওলাদার। মহিলা আওয়ামী লীগ নেত্রী শারমিন রহমান শিখার সভাপতিত্বে এবং তাসলিমা আক্তার লিমার পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন কাউন্সিলর পারভিন আক্তার, কাউন্সিলর শেখ খালিদ আহমেদ, কাউন্সিলর রাফিজা খানম মিরা, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী রিনা, জোসনা, শিখা, হাজেরা, মনিরা, খুকুমনি, সালমা, ইলা, হাওয়া, বিউটি, কল্পনা, সূর্য, লাকি, লিমা, আন্না, চম্পাসহ মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত