গ্রীড বিপর্যয়ের কারণে এক ঘন্টা অন্ধকারে ছিল খুলনা বিভাগ ও পিরোজপুর জেলা। বুধবার রাত ১০টা ৫২ মিনিটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে রাত ১২টা ২ মিনিটে খুলনায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।
ওজোপাডিকোর চীফ ইঞ্জিনিয়ার আবু হাসান জানান, পিজিসিবির কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছি ঈশ্বরদীতে গ্রীডের একটি ব্রেকারে ত্রুটি দেখা দেওয়ায় খুলনা জোনের ১১ জেলা বিদ্যুৎ নেই। রাত ১০ টা ৫২ মিনিটে বিদ্যুৎ চলে যায়। ফলে ভেড়ামারা থেকে পিরোজপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
তার দেওয়া তথ্যমতে, খুলনা জোনের আওতায় রয়েছে- খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুড়া, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর ও বরিশালের পিরোজপুর।
তিনি বলেন, পিজিসিবি কর্মকর্তারা জানিয়েছেন বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে। তবে কখন নাগাদ বিদ্যুৎ আসবে এই মুহুর্তে বলা যাচ্ছে না। পরে রাত ১২ টা ২ মিনিটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত