গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস থাকা চার ভারতীয় নাগরিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনান থানার ধরামান্না গ্রামের বিকাশ বাগের স্ত্রী নমিতা বাগ (৩৫), চব্বিশ পরগনা জেলার গাইযাটা থানার জলেশ্বর কোলনী গ্রামের ঈশ্বর দাসের ছেলে নিতাই দাস (৪৫), তারাপদ সরকারের ছেলে অনিমেষ সরকার, উত্তর চব্বিশপরগনা জেলার বশিরহাট থানার কানাপাতা গ্রামের হারুন রায়ের ছেলে তুষার রায় (৪০)। তারা চারজনই কীর্তন গান করেন।
জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দিকে তারা মাইক্রোবাসেযোগে ফরিদপুর যাচ্ছিলেন। পথিমধ্যে রাজশাহী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি (টুঙ্গিপাড়া এক্সপ্রেস) মাইক্রোবাসকে ধাক্কা দিলে মাইক্রোটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা যাত্রীরা গুরতর আহত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, কীর্তন গান গাওয়ার জন্য তারা ভারত থেকে ভোমরা স্থলবন্দর হয়ে মাইক্রোবাসে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের ত্রিনাথ পালের বাড়িতে যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচ দিয়ে রেললাইন পার হওয়ার সময় ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা চার ভারতীয় নাগরিক আহত হন।
ইউএনও আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদেরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত