ভারতের গুজরাটে একটি ঝুলন্ত সেতু ভেঙে নদীতে পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গুজরাটের মোরবি শহরের মাচ্চু নদীর ওপর নির্মিত শতবর্ষী ঝুলন্ত সেতুটি ভেঙে পড়ে। এ সময় সেতুতে থাকা কয়েকশ’ মানুষ নদীতে পড়ে যায়। অনেকে সেতুতেও ঝুলতে থাকে। পরে ৯১ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের উদ্ধারে চলছে অভিযান। নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা কর্তৃপক্ষের।
বিবিসি বলছে, রোববার দেশটির স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ মোরবি জেলায় মাছু নদীর উপর ওই ঝুলন্ত সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই সময় নদীতে শতাধিক মানুষ ছিটকে পড়ে যায়। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
দেশটির এক মন্ত্রী বলেছেন, সরকার এই দুর্ঘটনার দায় নিজেদের কাঁধে নিয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যা ৬ টা ৪২ মিনিটে ব্রিজটি ধসে পড়ে। সেইসময় ব্রিজটিতে অন্তত ৫০০ জন ছিলেন। হিন্দু ধর্মাবলম্বী তাদের এক পূজা পালনের জন্য জড়ো হয়েছিলেন।
২৩০ মিটার দৈর্ঘ্যের ঐতিহাসিক এই সেতুটি ব্রিটিশ শাসনামলে নির্মাণ করা হয়েছিল। মেরামতের জন্য ছয়মাস বন্ধ থাকার পর গেল ২৬ অক্টোবর সেতুটি পুনরায় পারাপারের জন্য খুলে দেয়া হয়।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত