খবর বিজ্ঞপ্তির : আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, এমন এক বাংলাদেশ, যেখানে আমাদের প্রশিক্ষিত যুবকদের হাতে থাকবে উন্মুক্ত কর্মসংস্থান, ফলে যুব সমাজ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেয়ে দেশ গঠনে তৈরী করবে নতুন সম্ভাবনা উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি'র প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমরা চাই এমন এক সমাজ, যেখানে ভয়-ভীতির বদলে প্রতিষ্ঠিত হবে সত্য, ন্যায় ও ইনসাফের বিচার ব্যবস্থা, থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি। প্রতিটি সরকারি-বেসরকারি দপ্তর হবে দালাল আর দুর্নীতিমুক্ত।
যেখানে মানুষের কণ্ঠস্বরকে রোধ করা যাবে না, বরং প্রতিটি মানুষের মতামত হবে আগামীর পথচলার নতুন শক্তি।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ২৭ নম্বর ওয়ার্ডের মিস্ত্রীপাড়া বাজার এবং সকাল সাড়ে ১০টায় ২১ নম্বর ওয়ার্ডের জব্বার মার্কেট, রেলওয়ে মার্কেট, নান্নু সুপার মার্কেট, মশিউর রহমান মার্কেটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, আমাদের স্বপ্ন খুলনার সোনালী দিনগুলো আবার ফিরে আসুক!
আমাদের বন্ধ হয়ে যাওয়া কল-কারখানাগুলো আবার জেগে উঠবে কর্মমুখর শ্রমিকের হাসিতে, উৎপাদনশীল যন্ত্রের গর্জনে। খুলনার প্রতিটি অলিগলি, পাড়া-মহল্লা আবার প্রাণচঞ্চল হয়ে উঠবে তরুণদের সাংস্কৃতিক চর্চা আর খেলাধুলার কর্মকান্ডে এবং সমাজ হবে মাদকমুক্ত, এগিয়ে যাবে সমৃদ্ধির সোপানে নতুন স্বপ্নের খুলনা গড়ার নতুন প্রত্যয়ে। এই সুন্দর আগামীর স্বপ্ন নিয়ে, গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগনের পাশে ছিল, আছে এবং থাকবে। আসুন, প্রিয় খুলনার ঐতিহ্য, সম্মান আর ভবিষ্যৎ ও কাংখিত খুলনা রক্ষা করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হই।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপি সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা, সাবেক ছাত্রনেতা রুহুল আজিম রুমি, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, শের আলম সান্টু, আনোয়ার হোসেন, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, হাসান মেহেদী রিজভী।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত