তথ্য প্রতিবেদক : খুলনা-৪ আসনের ১৩৩ টি ভোটকেন্দ্রের সব কয়টিই চরম ঝুকিপূর্ণ বলে দাবি করেছেন এই আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা।
তিনি অভিযোগ করে বলেন, খুলনা ৪ আসনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তুলছেন আওয়ামী লীগের এমপি প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী এমপি ও তার কর্মী সমর্থকরা।
আজ বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
দারা বলেন, আমার কর্মী সমর্থক, সাধারণ মানুষদের প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করা হচ্ছে।
হুমকি প্রদান করা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রতিও।
সরকারী কর্মকর্তাদের কাজে লাগিয়ে ভোট পক্ষে নেয়ার চেষ্টা করছেন সালাম মুর্শেদী এমন অভিযোগ করে দারা আরও বলেন, আব্দুস সালাম মুর্শেদীর ভাগ্নে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (তেরখাদা), পি আই ও (তেরখাদা) সহ বেশ কয়েকজন সরকারি চাকুরে
এবং সরকারি বঙ্গবন্ধু কলেজ, রূপসা কলেজ, সৈয়দ আরশাদ আলী এন্ড সবুরুন্নেছা গার্লস কলেজের যে সকল শিক্ষকবৃন্দ প্রিজাইডিং অফিসার বা সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পাবেন তারা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।
এসব কমকর্তাদের সরিয়ে দেয়ার জন্য রিটার্নিং অফিসারের প্রতি আহ্বানও জানান দারা।
নেতাকর্মীদের উপর নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালামের নেতাকর্মীরা শারিরীকভাবে নির্যাতন করছে এমন অভিযোগ করে দারা আরও বলেন, দিন দিন খুলনা ৪ এর নির্বাচনী পরিবেশ নির্বাচনের অনুপযুক্ত হয়ে উঠছে।
সংবাদ সম্মেলনে উপস্তিতি ছিলেন, স্বতন্ত্র প্রার্থী দারার প্রধান এজেন্ট এসএম মোয়াজ্জেম রশিদী দোজা, হুমায়ুন কবীর ববি, তেরখাদা উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত