খবর বিজ্ঞপ্তির : খুলনা-৩ আসনের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও মিছিল ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী আমীর ও খুলনা-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমানকে কেন্দ্র করে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নারী-পুরুষ, তরুণ-কিশোর, শ্রমিক, কর্মজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে দেয়ানা এলাকা রূপ নেয় এক জনসমাবেশে।
দলীয় কর্মসূচির পাশাপাশি এটি যেন হয়ে ওঠে সাধারণ মানুষের কথা বলার উন্মুক্ত মঞ্চ। খুলনা-৩ এর পাড়া-মহল্লায় এই মিছিল যেন নতুন এক বার্তা ছড়িয়ে দিয়েছে “ভোট মানে আমি, আমার পরিবার, আমার ভবিষ্যৎ।
গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, দৌলতপুর থানা জামায়াতের আমীর মোশাররফ আনসারী, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর সেক্রেটারি ডা. সাইফুজ্জামান, সরকারি বি এল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর কবির, ছাত্রশিবিরের মহানগরীর প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, ছাত্রশিবিরের বিএল কলেজ সভাপতি হযরত আলী, সেক্রেটারি হোসাইন আহমেদ, ৫নং ওয়ার্ড আমীর জাকিরুল ইসলাম, ৬ নং ওয়ার্ড আমীর আমিনুল ইসলাম, ৪ নং ওয়ার্ড আমীর মো. রেজাউল করীম, এডভোকেট এহসানুল হক, দৌলতপুর দক্ষিণ ছাত্রশিবির সভাপতি মাহি চৌধুরী, সেক্রেটারি আবরার, ছাত্রশিবির সরকারি বি এল কলেজ অফিস সম্পাদক আব্দুল্লাহ বুখারী, দৌলতপুর থানা কর্মপরিষদ সদস্য হাসানুজ্জামান, ছাত্রশিবির ৬নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেম।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত