তথ্য প্রতিবেদক : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন আমির এজাজ খান।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দ্বিতীয় দফায় নতুন করে আরও ৩৬ আসনের প্রাথমিক প্রার্থীর ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
আমির এজাজ খানের ঘোষণার সঙ্গে সঙ্গেই দাকোপ ও বটিয়াঘাটার বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে দেখা গেছে উৎসবের আমেজ। বিভিন্ন এলাকায় স্বতঃস্ফূর্ত আনন্দমিছিল, মিষ্টি বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের বন্যা তৈরি হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরেই তৃণমূল পর্যায়ে আমির এজাজ খানকে প্রার্থী করার একটি জোরালো দাবি ছিল। রাজনৈতিক সংগ্রাম, দলীয় সংকটে নেতৃত্ব এবং সামাজিক কর্মকাণ্ড-সব মিলিয়ে তিনি এলাকাবাসীর কাছে একজন গ্রহণযোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব।
নেতাকর্মীদের মতে, এই মনোনয়ন বিএনপির সাংগঠনিক শক্তিতে নতুন উদ্দীপনা যোগ করবে এবং আসন্ন নির্বাচনে জনমনে নতুন প্রত্যাশা তৈরি করবে। মনোনয়নের পর থেকেই নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
এদিকে নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে খুলনা-১ আসনের রাজনৈতিক অঙ্গন আরও উষ্ণ হয়ে উঠছে। সমর্থকদের আশা—আমির এজাজ খানের নেতৃত্বে দাকোপ-বটিয়াঘাটা এবার নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড়াবে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত