২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৫:৫৪

খুলনা-মোংলা রলে চালু হচ্ছে ৯ নভেম্বর, ৭২ বছররে র্দুনাম ঘুচবে মোংলা বন্দররে

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩

  • শেয়ার করুন

আবুল হাসান, মোংলা : আগামী ৯ নভম্বের চালু হচ্ছে স্বপ্নরে খুলনা-মোংলা রলে পথরে। বশ্বিরে একমাত্র রলে সংযোগবহিীর আন্তর্জাতকি সমুদ্র বন্দর হসিবেে প্রতষ্ঠিার ৭২ বছর পর র্দুনাম ঘুচবে মোংলা বন্দররে। ইতোমধ্যইে খুলনা-মোংলা রলে পথ প্রকল্পরে কাজরে ৯৯ শতাংশ শষে হয়ছে।ে বাকি একভাগ কাজ শষে করতে চলছে তোড়জোড়। এমাসরে মধ্যে পুরো কাজ শষেে চলতি অক্টোবরইে এই রলেলাইনে ট্রনেে ট্রায়াল রান শুরু হব।ে

আগামী ৯ নভম্বের খুলনা-মোংলা রলে পথরে উদ্ধোধন করবনে প্রধানমন্ত্রী শখে হাসনিা। এই রলেপথ উদ্বোধন শষেে প্রধানমন্ত্রী খুলনার র্সাকটি হাউজ ময়দানে নর্বিাচনি জনসভায় ভাষণও দবেনে তনি।ি খুলনা সটিি ময়ের তালুকদার আব্দুল খালকে এতথ্য নশ্চিতি করছেনে।

খুলনা-মোংলা বন্দর রলেলাইন প্রকল্পরে প্রধান প্রকৌশলী আহমদে হোসনে মাসুম আজান, আগামী ৯ নভম্বের এই রলেলাইন উদ্বোধন করবনে প্রধানমন্ত্রী। এই প্রকল্পরে কাজ ৯৯ শতাংশ শষে হয়ছে।ে ৯১ কলিোমটিার এই রলেপথরে মধ্যে ৮৮ কলিোমটিার রলেপথ বসানো কাজ শষে। আগামী ১০ দনিরে মধ্যইে এই প্রকল্পরে বাকি ৩ কলিোমটিার রলেপথরে কাজ শষে হব।ে শতভাগ কাজ শষে হলে অক্টোবররে মাঝামাঝি থকেে ট্রনেরে একাধকি ট্রায়াল রান দয়ো হব।ে

তনিি আরও জানান, চার হাজার ২৬০ কোটি টাকা ব্যায়ে খুলনা-মোংলা রলেলাইন প্রকল্পরে নর্মিাণকাজ শুরু হয় ২০১৬ সালরে সপ্টেম্বের মাস।ে ২০১৭ সালরে ১৫ অক্টোবর রূপসা রলেসতেুরর কাজ শুরু হয়। পদ্মা সতেু উদ্বোধনরে দনি ২৫ জুন সপ্তম ও শষে স্প্যানটি বসে রূপসা রলেসতেুত।ে রূপসা নদীর ওপর ৫ দশমকি এক তনি কলিোমটিার রলেসতেুর পুরোটাই শষে হয়ছে।ে রলেসতেুটি নর্মিাণ করে র্লাসনে অ্যান্ড র্টাবাে এবং রলে লাইন নর্মিাণরে কাজ করে ইরকন ইন্টারন্যাশনাল।

এই রলেপথরে ১১টি ষ্টশেনরে প্লাটর্ফমরে নর্মিাণ কাজও শষে হয়ছে।ে ইতমিধ্যইে এই রলেপথরে ১০৭টি ছোট ব্রজি ও ৯টি আন্ডারপাস নর্মিাণ কাজও শষে হয়ছে।ে বভিন্নি স্থানে রলেপথরে ফনিশিংি, সগিনালংি ও টলেকিমউিনকিশেনরে কাজও শষেরে পথ।ে এই রলেপথ উদ্ধধেনরে মধ্যদয়িে বশ্বিরে একমাত্র রলে সংযোগবহিীর আন্তর্জাতকি সমুদ্র বন্দর হসিবেে প্রতষ্ঠিার ৭২ বছর পর র্দুনাম ঘুচবে মোংলা বন্দররে।

খুলনা-মোংলা প্রকল্পটি বাস্তবায়নে চার হাজার ২৬০ কোটি টাকার মধ্যে ভারতীয় লোন হচ্ছে ২৯৪৮ কোটি টাকা। আর বাংলাদশে সরকাররে র্অথায়ন করছেে ১৩১২ কোটি টাকা।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন