তথ্য প্রতিবেদক:
খালিশপুরে বসবাসরত ইজিবাইক চালক মোঃ হাফিজুল ইসলামকে (৪৩) পরিকল্পিতভাবে হত্যাকারী মোঃ হাসান নকিব ও তার স্ত্রী মোসাঃ রেশমা খাতুন এর দ্রুত বিচার করে ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাবের সামনে মহানগর ইজিবাইক শ্রমিক দল, হাফিজুলের এলাকাবাসি ও বিভিন্ন সংগঠনের আয়োজনে এ মানববন্ধন করা হয়। এসময় ইজিবাইক শ্রমিক দলের সভাপতি মোঃ জহিরুল ইসলাম সভাপতির বক্তব্য রাখেন এবং সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ্ সঞ্চালনা করেন।
মানববন্ধনকালে সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান জামান বলেন, ইজিবাইক চালক হাফিজুলের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচার করে ফাঁসি কার্যকর করতে হবে। না হলে ঐ খুনি নকিব ও তার স্ত্রী রেশমার মতো খুনিদের খুনের মাত্রা আরও বেড়ে যাবে। শুধু হাফিজুল নয়, শাহীন হত্যাকারীদেরও বিচারের আওতায় আনতে হবে। তাদের ফাঁসি দিতে হবে। এসময় তিনি আরও বলেন, গত শনিবার নগরীর সন্ধানী ক্লিনিকের সামনে থেকে আব্দুল্লাহর ইজিবাইক ছিনতাই করা হয়। আমরা এ সকল চোর ছ্যাচড়াদেরও বিচার চাই। এছাড়াও প্রতিনিয়তই ইজিবাইক চুরি, ছিনতাইসহ ইজিবাইক চালকদের সাথে ঘটে যাওয়া সকল অন্যায়ের প্রতিবাদ জানাই। আমরা এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেন আর নিরব না থাকে। তাদের ঘুম যেন ভাঙ্গে। তাদের তৎপরতাই পারে আমাদের নিরাপত্তা দিতে।
এসময় হাফিজুলের পরিবারের পক্ষ থেকে বোন, ভাই ও ভাগ্নি আবেগাপ্লুত কণ্ঠে বক্তব্য রাখেন। তারা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন।
উল্লেখ্য, গত ৬ মার্চ বটিয়াঘাটা থানা সংলগ্ন এলাকা থেকে হাফিজুলকে হত্যা করে তার ইজিবাইক নিয়ে যায় খুনিরা। এ খুনের ২ আসামী মোঃ হাসান নকিব ও তার স্ত্রী মোসাঃ রেশমা খাতুনকে গ্রেফতার করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত