তথ্য প্রতিবেদক:
রুপসা উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতা বিষয়ে বিজয়ী প্রার্থীর বিপক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পরাজিত প্রার্থী সরদার ফেরদৌস আহম্মেদ শনিবার (৮ জুন) দুপুর ১২ টায় খুলনা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আইচগাতী ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জামান।
লিখিত বক্তব্যে আশরাফুজ্জামান বলেন, ৫ জুন রূপসা উপজেলা নির্বাচনে সরদার ফেরদৌস আহম্মেদের প্রতীক ছিল কাপ পিরিচ। উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে তিনি ৩টি ইউনিয়নে বিজয়ী হয়েছিলেন তিনি। অল্প ভোটের ব্যবধানে তার পরাজয় হয়েছে। এই পরাজয় আগামী দিনের পথ চলায় সহায়ক হবে বিশ্বাস করে তিনি সকল ভোটারদের অভিনন্দন জানান। কিন্তু দুঃখজনক হলো বিজয়ী প্রার্থী এস এম হাবিব এবং তার সমর্থকরা ফলাফল ঘোষণার সাথে সাথে রূপসা উপজেলাকে একটি কুরুক্ষেত্রে পরিণত করেছে। বিভিন্ন ইউনিয়নে কাপ পিরিচের সমর্থকদের উপর হামলা করে রক্তাক্ত জখম, ব্যবসা প্রতিষ্ঠানে হামলাসহ ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ।
সংবাদ সম্মেলনে নির্বাচন পরবর্তী সময় থেকে এই পর্যন্ত উপজেলাধীন ৫টি ইউনিয়নে কাপ পিরিচের কর্মী সমর্থকদের উপর হামলার একটি বিবরণ তুলে ধরেন।
এরমধ্যে আইচগাতী ইউনিয়নে ১৯ জন কর্মী, সমর্থক, শ্রীফলতলা ইউনিয়নে ১০ জন কর্মী সমর্থকের উপর হামলা চালিয়েছে। ৭ জুন দুপুরে জুম্মার নামাজের পর জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদারের বাড়ি হামলা চালিয়ে সন্ত্রাস সৃষ্টি করেছে।
নৈহাটি ইউনিয়নে ১৭ জন কর্মী সমর্থকের উপর হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা এলাকায় ত্রাস সৃষ্টি করে বেড়াচ্ছে। এসব সন্ত্রাসী অনেকেই গৃহবন্দী করে রেখেছে। এদের মধ্যে কামাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। টিএস বাহিরদিয়া ইউনিয়নের ৫ জন কর্মী সমর্থকের উপর হামলা চালিয়েছে। এই এলাকায় সন্ত্রাসীরা কাপ-পিরিচের অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করে মারধোর করে অফিস লুটপাট করেছে। ঘাটভোগ ইউনিয়নে শিয়ালী বাজারে আসলামের বরফের দোকান তালা মেরে দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এসকল ঘটনা থানায় অবহিত করলে রূপসা থানার ইন্সপেক্টর তদন্ত বিষয়টি গড়িমশি করে কালক্ষেপণ করতে থাকেন। যে কারণে তাদের লোকজনের উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন বাড়তে থাকে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাপ পিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থী সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ বলেন, নির্বাচন পরবর্তী সন্ত্রাসী হামলার ঘটনা এমপিকে বিষয়টি বলেছি। আমরা দেখলাম তাকে বলে তার কোন প্রতিকার হয়নি বরং সন্ত্রাসী হামলা বেড়ে গেছে। এর আগে গত সংসদ নির্বাচনে এরকম অত্যাচার, নির্যাতন, জুলুম চলেছে। উপজেলা নির্বাচনের পূর্বে আমরা যখন মাঠে কাজ করেছি, তখন আমার প্রতিপক্ষ যিনি ছিলেন তিনি প্রায়শই এমপির কথা বলতেন এবং তার কথা বলে মানুষকে ভয় দিতেন। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলতেন আমি এমপির প্রার্থী। সন্ত্রাসী হামলার ঘটনা উনাকে জানানোর পরও প্রতিকার হয় না আরও বেড়ে যায় তাহলে বুঝে নিতে হবে এটা উনি কন্ট্রোল করতে চাচ্ছেন না।
খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী বলেছেন, উপজেলা নির্বাচন, এটা কোন দলীয় নির্বাচন ছিলো না। নির্বাচন দলীয় সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। অথচ বিজয় প্রার্থীর পক্ষ থেকে আওয়ামী লীগের কর্মীদের উপর হামলা করা হচ্ছে। হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন তারা আমার দলের পুরাতন কর্মী। থানায় মামলা দেওয়া হয়েছে, এখনো রুজু হয়েছে কিনা জানতে পারিনি। সবচেয়ে নারকীয় ঘটনা ঘটছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করছে আবার তাদেরই নামে উল্টা মামলা দিচ্ছে। এলাকার মানুষ আত্মরক্ষার্থে মাইক্রোবাসযোগে এলাকায় ছাড়ার চেষ্টা করছিল। সেই মাইক্রোবাস থেকে বের করে ৫ জনকে নির্মমভাবে কুপিয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি লুট হয়েছে। যাদের নামে মামলা দেওয়া হচ্ছে তারা থানায় ঢুকে অবস্থান করছে। পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত