তথ্য প্রতিবেদক: বন্ধ ঘোষিত খুলনা নিউজপ্রিন্ট মিলের পাশে নির্মানাধীন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টের প্রকৌশলী চিনা নাগরিকের রহস্য জনক নিখোঁজের একদিন পর ভৈরব নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । কিংওয়াং জং নামের এ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার গত ২৪ অক্টোবর প্রজেক্ট থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। আজ দুপুরে তার লাশ ভৈরব নদীর ৭নং ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন । চায়না নাগরিকের রহস্যজনক এ মৃত্যু বিষয়ে পুলিশ ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে এবং ময়না তদন্তের পর ঘটনার বিষয় আরো জট খুলবে বলে পুলিশের ধারনা।
উল্লেখ, গত ২৪ আগস্ট সকালে নির্মানাধীন পাওয়ার ষ্টেশন থেকে চায়না প্রকৌশলী কিংওয়াং জং বাইরে বের হওয়ার পর আর বিদ্যুৎ প্লান্টে ফিরে আসেননি। ২৫ আগস্ট কিংওয়াং জং নিখোঁজ হওয়ার পর খালিশপুর থানায় তুহিন নামে এক ব্যক্তি জিডি করেন যার নম্বর ১৫৮৯।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত