খুলনায় করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা কমেছে। নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (২০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়। জেলায় শনাক্তের হার ২২ শতাংশ।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় খুলনার ডুমুরিয়ার মোনতাজ উদ্দীন সানা (৮০) নামে এক রোগির মৃত্যু হয়েছে। তবে নগরীর বাকী চারটি হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি।
এদিকে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৭৩ শতাংশ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার করোনা শনাক্তের হার ছিলো ২২ দশমিক ৭ শতাংশ।
তিনি জানান, খুমেকের পিসিআর মেশিনে মোট ৪২২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩৩০ টি নমুনা পরীক্ষায় নতুন করে ৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের ১৮ জন, যশোর ৪ জন, ও গোপালগঞ্জ ১ জন রয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল, গাজী মেডিকেল হাসপাতাল ও সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত