গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ১১৩ জনই খুলনা। এছাড়াও বাগেরহাটে ৪ জন এবং ১ জন করে করোনা শনাক্ত হয়েছে মাগুরা ও গোপালগঞ্জে। এবং ১ জনের মৃত্যু হয়েছে। ফলোআপ রিপোর্ট ২জনের। এই নিয়ে খুলনায় মোট মৃত্যুর সংখ্যা ২৭ জন। এবং মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২১২৩ জন।
বুধবার (০১ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বুধবার পিসিআর ল্যাবে ২৮০ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এতে খুলনা নমুনা ছিল ২৬০টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ১২১ টি। যার মধ্যে ১১৩ জনই খুলনা জেলার। ফলোআপ রিপোর্ট ২জনের।এছাড়া এছাড়াও বাগেরহাটে ৪ জন এবং ১ জন করে করোনা শনাক্ত হয়েছে মাগুরা ও গোপালগঞ্জে এবং ১ জনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান,রূপসায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোঃ ইউসুফ আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়ছে। আজ বুধবার সকাল সাড়ে ৭ টায় খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি উপজেলার নিকলাপুর গ্রামের মৃত আনছার শেখের ছেলে।এ নিয়ে রূপসা উপজেলায় ৬ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হলো। এরমধ্যে আইচগাতী ইউনিয়নে ৩ জন ও নৈহাটী ইউনিয়নে ৩ জন মারা যান। বেলা ৩ টায় নিকলাপুর কবরস্থানে মৃত ইউসুফ আলীর দাফন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল ও ইউপি সদস্য মাহফুজুর রহমান কবর খোঁড়াসহ দাফনের সকল প্রস্তুতি গ্রহন করেছেন।
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, মোঃ ইউসুফ আলী শারীরিক অসুস্থ হলে ২৬ জুন নমুনা পরীক্ষায় তার পজেটিভ রিপোর্ট আসে। পরে ২৮ জুন তাকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করা হয়।
খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে জানা গেছে,
খুলনা জেলায় মোট করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ২১২৩ জন, যার মধ্যে মারা গেছে ২৭ জন, সু্স্থ্য হয়েছেন ৩৬২ জন, বাকিরা এখনো চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৩ এপ্রিল। নগরীর করিমনগর এলাকার অবসর প্রাপ্ত ব্যাংকার আজিজুর রহমান।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত