দৈনিক তথ্য’র প্রধান উপদেষ্টা, বিশিষ্ট লঞ্চ ব্যবসায়ী, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সহ সভাপতি ও অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপের সাবেক মহাসচিব আলহাজ্ব আব্দুল হালিম খান (৭৩) গতকাল শুক্রবার ভোর পাঁচটায় আকস্মিক ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, দুই মেয়ে, স্ত্রী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার ভোররাতে হঠাৎ গ্যাস্ট্রোলজিক্যাল সমস্যা দেখা দিলে অসুস্থ্য হয়ে পড়েন তিনি। পরে তাঁকে এ্যাম্বুলেন্স যোগে ফর্টিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার বলেন হাসপাতালে আসার আগে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বাদ জুম্মা মরহুমের সোনাডাঙ্গা বাস ভবনের সামনে অবস্থিত বায়তুল মোকাররম জামে মসজিদে তাঁর নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। আসর বাদ তাঁকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়।
আলহাজ্ব আব্দুল হালিম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি এর সভাপতি সভাপতি কাজি আমিনুল হক সহ চেম্বারের সকল নেতৃবৃন্দ ও অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দ।
তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শোক বার্তায় তিনি বলেন, খুলনায় বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
অনুরুপ শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক তথ্য’র সম্পাদক মোঃ হাবিবুর রহমান, নির্বাহী সম্পাদক আলহাজ্ব শামীম আজাদ, বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি, চিফ রিপোর্টার হাসান আহম্মেদ মোল্লা, স্টাফ রিপোর্টার এস এম ফরিদ রানা, মোসলে উদ্দিন তুহিন, হাসানুর রহমান তানজির, তরিকুল ইসলাম, আহাদ আলী, ফটো সাংবাদিক সাগর সরকার, শেখ জিকু আলম, ব্যবস্থাপক কে এম হাসিবুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, আলহাজ্ব আব্দুল হালিম খান খুলনা চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির সাবেক সহ-সভাপতি, অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক মহাসচিব, সোনাডাঙ্গার সমাজ কল্যাণ সমবায় সমিতির সহ-সভাপতি, নড়াইল সমিতির সহ সভাপতি সহ বিভিন্ন ব্যবসায়ীক সামাজিক প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন।
তিনি নড়াইল জেলার কালিয়া উপজেলার বাগডাঙ্গা গ্রামের ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে ১৯৪৮ সালে ৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আলহাজ্ব এম এ খান। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তিনি মরহুম বিএ খান, মরহুম এসএ খান ও মরহুম আলহাজ্ব সারোয়ার খান এর ছোট ভাই। তিনি খুলনা মুন্সিপাড়া রোডের পৈত্রিক বাড়িতে দীর্ঘদিন বসবাস করেন পরে সোনাডাঙ্গা আবাসিক এলাকায় নিজস্ব বাসভবনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত