শিক্ষাঙ্গণ ডেস্ক : ডঃ নাদিম রেজা খন্দকার বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (BAUST), খুলনায় সিনিয়র প্রফেসর হিসেবে কর্মরত। পূর্বে দীর্ঘদিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। বর্তমানে আমি খুলনার পানির লবণাক্ততা নিয়ে গবেষণা করছি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আমার প্রাক্তন ছাত্র এবং BAUST খুলনার ছাত্রদের নিয়ে যৌথভাবে এই গবেষণাটি পরিচালনা করছি।
গবেষণার প্রেক্ষাপট: খুলনার পানিতে লবণের উপস্থিতি জনস্বাস্থ্যের জন্য একটি বড় ঝুঁকি। লবণাক্ত পানি পান করলে বা রান্নায় ব্যবহার করলে উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং গর্ভবতী মহিলাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
সমাধান: আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরা আধুনিক পদ্ধতিতে পানি বিশুদ্ধ করে ব্যবহার করতে পারেন। কিন্তু অধিকাংশ মানুষের পক্ষে এটি ব্যয়বহুল।তাই আমরা একটি সহজ ও সাশ্রয়ী পদ্ধতি উদ্ভাবন করেছি। পুরাতন কেটলি, রাবারের পাইপ এবং চুলা ব্যবহার করে পানি থেকে লবণ দূর করা সম্ভব। এই পদ্ধতিতে পানি বাষ্পীভূত করে ঘনীভূত করার মাধ্যমে লবণাক্ততা দূর করা হয়।
ফলাফল: আমাদের গবেষণায় দেখা গেছে, টিউবওয়েলের পানিতে ০.০৫% লবণের মাত্রা এই পদ্ধতি ব্যবহার করে শূন্যে নিয়ে আসা সম্ভব।
সুবিধা: সহজ ও সাশ্রয়ী পদ্ধতি। সহজলভ্য উপকরণ ব্যবহার। পানির লবণাক্ততা কমিয়ে স্বাস্থ্য ঝুঁকি হ্রাস।
প্রশ্ন: অনেকে মনে করতে পারেন যে লবণমুক্ত পানি (distilled water) স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। উত্তর:না, এই পদ্ধতিতে তৈরি পানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। কারণ লবণাক্ত পানির সাথে এই পানি মিশিয়ে পান করলে লবণের মাত্রা কমে যাবে এবং পানি পানের উপযোগী হবে।
ভবিষ্যৎ পরিকল্পনা: আমরা এই পদ্ধতি খুলনার গ্রামাঞ্চলে প্রচার করার পরিকল্পনা করছি।
কৃতজ্ঞতা: এই গবেষণায় সহযোগিতার জন্য BAUST খুলনার ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া কে আন্তরিক ধন্যবাদ।সহযোগিতা: এই গবেষণাটি ইঅটঝঞ খুলনা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রচেষ্টা। এই প্রযুক্তি দেশের জনগণের উপকারে আসবে বলে আমরা আশা করি। এই প্রযুক্তিটি বাইরের কিন্তু দেশের ছাত্ররা এটাকে দেশের জন্য develop করছে খুলনায়। এদের মধ্যে একজন খুলনার যার পড়াশুনা ঢাকায় কিন্তু খুলনার সাথে যুক্ত হচ্ছে খুলনার মানুষের জন্য কাজ করে।
ডঃ নাদিম রেজা খন্দকার
বিভাগীয় প্রধান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, BAUST খুলনা
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত