প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫
‘বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০২৪ এর অংশ হিসেবে সোমবার খুলনাস্থ নৌবাহিনী ঘাঁটি বানৌজা তিতুমীরে সমুদ্র সচেতনতা বিষয়ক ‘Maritime Seminar 2024′ অনুষ্ঠিত হয়।
সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিলো Coordination and coorperation in Maritime Domain for Development.’
সেমিনারে প্রধান অতিথি ছিলেন কমান্ডার খুলনা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল গোলাম সাদেক, এনজিপি, এনডিসি, এনসিসি, পিএসসি।
সেমিনারে জিএম খুলনা শিপইয়ার্ড, ক্যাপ্টেন মোঃ জুলহাস উদ্দিন আহমেদ, মোংলা বন্দর কর্তৃপক্ষ এর হারবার মাস্টার, ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম, কমান্ডার মোহাম্মদ রাশেদুল করিম, অধিনায়ক বিসিজিএস মনসুর আলী, কমান্ডার মোহাম্মদ আরিফুর রহমান, অধিনায়ক বানৌজা নিশান উপস্থিত ছিলেন। এছাড়া বিআইডব্লিউটিএ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মিজানুর রহমান ভূঁইয়া এবং মৎস্য অধিদপ্তর, খুলনা এর সিনিয়র সহকারী পরিচালক, মোঃ মনিরুল মামুন আলোচক হিসেবে সেমিনারে অংশগ্রহণ করেন। এ সেমিনারে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলা বন্দর কর্তৃপক্ষ, কমান্ডার ফ্লোটিলা ওয়েষ্টসহ খুলনা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষের সক্ষমতাবৃদ্ধিসমূহ’, ‘অভ্যন্তরীণ নৌ পথ সমূহের নাব্যতাসংকট ও এর থেকে উত্তরণের উপায়’,’ টেকসই জাহাজ নির্মাণ প্রক্রিয়া এবং পরিবেশ বান্ধব সামুদ্রিক শিল্প উন্নয়ন’, ‘সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও অভ্যন্তরীণ জলাশয়ে দূষণ প্রতিরোধ কৌশলসমূহ’, ‘মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে উপকুলীয় জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থানের নিশ্চিত করা’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সেমিনারে উপস্থিত মেরিটাইম বিশেষজ্ঞরা ব্লু-ইকোনমির উন্নয়নে একটি সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন। কমান্ডার খুলনা নৌ অঞ্চল তাঁর উদ্বোধনী বক্তব্যে ব্লু-ইকোনমিসহ মেরিটাইম সেক্টর সংশ্লিষ্ট সকলকে সচেতনতা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একসাথে কাজ করার আহবান জানান। এছাড়া সমাপনী বক্তব্যে কমান্ডার খুলনা নৌ অঞ্চল বাংলাদেশ নৌবাহিনীর সমুদ্র মহড়াকে উপলক্ষ্য করে এধরণের একটি সচেতনতামূলক সেমিনারে অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অতিথি বক্তার মাঝে শুভেচ্ছা স্মারক ও সনদপত্র বিতরণ করেন।