খুলনা, ২৩ জানুয়ারি ২০২৫ : খুলনার খালিশপুর থানাধীন আলমনগর এলাকায় অভিযান চালিয়ে ২২৭ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে নৌবাহিনী।
গত বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ পারভেজ এবং মোঃ শহিদুল ইসলাম।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৩ টার দিকে খুলনার খালিশপুর থানাধীন আলমনগর এলাকায় বাংলাদেশ নৌবাহিনী মাদক উদ্ধার বিষয়ক একটি অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় মাদক ও ইয়াবা ব্যবসায়ী মোঃ পারভেজ এবং মোঃ শহিদুল ইসলামকে আলমনগর বাজারের সন্নিকটে গাবতলা থেকে ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে খালিশপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানে খুলনা র্যাব-৬ এর সদস্যরাও অংশগ্রহণ করে।
বর্ণিত মাদক ব্যবসায়ীদেরকে আটক করার ফলে উক্ত এলাকার জনগণ স্বস্তি প্রকাশ করে এবং বর্ণিত আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায়।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত