তথ্য প্রতিবেদক:
ঝরে পড়া শিশুদের তালিকা হস্তান্তর ও স্কুলে ফিরে যাওয়া নিশ্চিত করতে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। যে তালিকায় খুলনা মহানগরীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২২০ জন শিক্ষার্থীকে তালিকাভুক্ত করা হয়। রোববার (৯ মার্চ) দুপুর আড়াইটায় খুলনা মহানগরীর বয়রাস্থ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ এর সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অন্তর্গত খুলনা শহর এরিয়া প্রোগ্রাম আয়োজিত জাতীয় শিশু ফোরামের শিশু কল্যাণ সম্পাদক মালিহা জান্নাতের সভাপতিত্বে ও খুলনা শহর এপি-২ এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর থানা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান, সহকারী থানা শিক্ষা অফিসার যথাক্রমে রেক্সোনা আক্তার, ছবি রানী সরকার, ফেরদৌস আরা, মোঃ নজরুল ইসলাম, কনক রানী গণপতি, নুসরাত ঝুমুর, শর্মিষ্ঠা মন্ডল উপস্থিত ছিলেন। এছাড়াও এডুকেশন এন্ড চাইল্ড প্রোটেকশন এর ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট টনি উইলসন ডি কস্তা, ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট সুভাষ মন্ডল, প্রোগ্রাম অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ নাজমুল হাসান, জুনিয়র প্রোগ্রাম অফিসার সেবা ফলিয়া, অর্জুন রায়, ফ্লোরা তিথি চৌধুরীসহ ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ঝরে পড়া শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অন্তর্গত খুলনা শহর এরিয়া প্রোগ্রাম নগরীর বিভিন্ন প্রাথমিক থেকে ঝরে পড়া শিশুদের একটি তালিকা প্রস্তুত করে। যা এক পর্যায়ে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলমের নিকট হস্তান্তর করা হয়। এরপর প্রধান অতিথি ঝরে পড়া উপস্থিত শিশুদের নিকট থেকে তাদের ঝরে পরার কাহিনী শোনেন। পরবর্তীতে তাদের পুনরায় পড়াশোনায় মনোনিবেশ করতে উদ্বুদ্ধ করেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও ঝরে পরা শিশুদের নিয়ে ওয়ার্ল্ড ভিশনের এমন প্রকল্পকে তিনি সাধুবাদ জানান।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত