খবর বিজ্ঞপ্তির : খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ২ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনা বিভাগের তিন জেলা নিয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। আমাদের নেতা তারেক রহমান বিভাগীয় শহর খুলনাকে মাদকমুক্ত সমাজ এবং নিরাপদ নতুন খুলনা গড়ে তুলবেন। তার আগমনে খুলনা অঞ্চলে জনসাধারণসহ নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
শনিবার (৩১জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শেখপাড়া সৃজনী শিশুশিক্ষালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মঞ্জু।

এসময় প্রধান শিক্ষক আতিকুর রহমান রুম্মান, ডালিয়া রহমান, আছিয়া খাতুনসহ অন্যন্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় ১৭ নম্বর ওয়ার্ডের হাফিজনগর হয়ে হাসান বাগ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।
সকাল সাড়ে ১১টায় ২১ নম্বর ওয়ার্ডের ক্লে রোড হ্যানিম্যান মার্কেট, হেরাজ মার্কেট, স্বর্ণ পট্টিসহ বিভিন্ন মার্কেট সমুহে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে মঞ্জু আরও বলেন, আমরা মানুষের ঘরে ঘরে যেয়ে চেয়ারম্যানের দেয়া বার্তা পৌছে দিতে চাই।
নির্বাচনে বিএনপির পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ স্বষ্ফুঃতভাবে গণসংযোগে এগিয়ে আসছে। আমাদের অভ্যাত্থর্না জানাচ্ছে। আমাদের নিয়ে যার যার এলাকায় গণসংযোগ করছে। মানুষ বিএনপিকে ভালবাসে, এটি বিএনপির শহর এবং এই অঞ্চলের মানুষ বিএনপি পাগল। আসন্ন নির্বাচনে তাইতো বিএনপির প্রতি আগ্রহ বেশী। বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, সামর্থ্য আছে। এই বিএনপি জনগনের অধিকার আদায়ের জন্য দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছে। আর এ কারণে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আমরা ততই জনগনের স্ফু:ত সাড়া পাচ্ছি।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, অধ্যাপক অরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, হাসানুর রশিদ মিরাজ, শের আলম সান্টু, ইকবাল হোসেন খোকন, ইউসুফ হারুন মজনু, আনোয়ার হোসেন, আতিকুর রহমান তিতাস, শামসুজ্জামান চঞ্চল, আবু সাঈদ শেখ, আকরাম হোসেন খোকন, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, জামাল তালুকদার, ফারুক হোসেন, সাইফুল বকসি, ওহেদুজ্জামান খসরু।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত