তথ্য প্রতিবেদক : খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বাবুল কাজী হত্যাকাণ্ডের ঘটনায় খুলনার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সোনালী সেনসহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
মামলার অন্য আসামীরা হলেন খুলনা সদর থানার সাবেক ওসি আশরাফুল ইসলাম, এসআই মনির।
নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে খুলানার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসী আমলী আদালতে আজ বৃহস্পতিবার মামলাটি দায়ের করেছেন।
বাদীপক্ষের আইনজীবী চৌধুরী তৌহিদুর রহমান তুষার বিষয়টি নিশ্চিত করেছেন। বিচারক আনিসুর রহমান মামলাটি তদন্তভার পিবিআই'র উপরে নাস্তা করেছেন।
মামলার রেজাল্ট জানা যায়, ২০২১ সালের ২৯ শে মার্চ খুলনার কেডি ঘোষ তো বিএনপি কার্যালয়ের সামনে আন্দোলন চলাকালে পুলিশের লাঠিচার্জে নগরের ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোহাম্মদ বাবুল কাজী আহত হন।
তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ দিন পর তার মৃত্যু হয়। এই হত্যাকান্ডের ঘটনায় আজ মামলাটি দায়ের হয়।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত