ইউক্রেনের কৃষ্ণ সাগরে বিস্ফোরণের শিকার রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ‘মসকভা’ ডুবে গেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে ওই জাহাজটিকে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে ধ্বংস করার দাবি করেছিল ইউক্রেন। খবর আলজাজিরা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যমগুলো জানায়, কৃষ্ণ সাগরে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাওয়া ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ মসকভা’কে বন্দরে ফিরিয়ে আনার সময় ঝড়ো আবহাওয়ায় ডুবে যায়।
রুশ মন্ত্রণালয় জানায়, জাহাজটি নির্ধারিত বন্দরের দিকে টেনে নিয়ে যাওয়ার সময় সমুদ্রের অস্বাভাবিক ঢেউয়ের কারণে জাহাজটি ডুবে যায়।
এদিকে মন্ত্রণালয়কে উদ্ধৃতি দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, গোলাবারুদ বিস্ফোরিত হওয়ার পরে আগুনের সূত্রপাতের কারণে জাহাজটি তার ভারসাম্য হারিয়ে ফেলে।
ইউক্রেনের কৃষ্ণ সাগরে অবস্থারত রাশিয়ার ওই যুদ্ধজাহাজে দুটি নেপচুন অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল দিয়ে এই হামলা চালানোর দাবি করে ইউক্রেন। তবে আগুন লাগার কারণে জাহাজে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছিল রাশিয়া।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত