চট্টগ্রাম, ২২ জুলাই ২০২৫: বাংলাদেশ নৌবাহিনী দেশের উপকূলীয় অঞ্চলসমূহে নিয়মিতভাবে মাদক, অস্ত্র ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাতে (২২-০৭-২০২৫) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীর পাড়া (৫ নং ওয়ার্ড) এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে সন্দেহজনক স্থানসমূহে তল্লাশি চালিয়ে জুম্মার পাড়া এলাকায় একটি লবণের মাঠে ১টি একনলা বন্দুক ও ২টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তীতে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় ও দ্বীপাঞ্চলে নিরাপত্তা রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নৌবাহিনী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত