স্টাফ রিপোর্টার: করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃত্যুর মধ্যে হঠাৎ করে খুলনার হাসপাতালগুলোতে করোনায় মৃত্যু কমেছে। খুলনার ৫টি করোনা ডেডিকেটেড হাসপাতালের মধ্যে ৪টিতে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যায়নি।
একটিতে ৪ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া ৪ জন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালের রোগী ছিলেন।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিট, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (৩০ জুলাই) ৮ জন, বৃহস্পতিবার (২৯ জুলাই) ১৬ জন ও বুধবার (২৮ জুলাই) খুলনাতে ১১ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল।
যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনা নগরীর নিরালা এলাকার শামীম আক্তার (৩৫), ফুলতলার সাথী বেগম (৩২), রূপসার পলি (৩৫) ও খুলনা সদরের রাজু (২২)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কেউ মারা যান নি।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে করোনা ইউনিটে কেউ মারা যাওয়ার ঘটনা ঘটেনি।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা শূন্য।
সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত