করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল হালিম হাওলাদারের (৫৭) মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিক্ষক হালিমের ভাইয়ের ছেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার এমএ হাদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১০/১২দিন আগে শিক্ষক আব্দুল হালিমের করোনা শনাক্ত হয়। সেই থেকে মহানগরীর একটি বেসরকারি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে রোববার রাতে তার মৃত্যু হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাদ জোহর খুলনা আলিয়া মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে মহানগরীর টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত