করোনার ভ্যাকসিন পেতে এক হাজার কোটি টাকা আগাম বরাদ্দ দিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে এখন থেকেই প্রস্তুত রয়েছে সরকার। দেশের মানুষ যেন করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে পারে সেদিকে লক্ষ্য রেখেই কাজ চলছে। এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মানুষকে মাস্ক পরার জন্য আবারো আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগকে জনগণের সংগঠন উল্লেখ করে তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে নানা উন্নয়ন কার্যক্রমের কথাও জানান শেখ হাসিনা।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত