করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা ক্লাব লিমিটেডের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি এবং বিশিষ্ট ব্যবসায়ী কাজী আহমেদ হাসান চুন্নু(৭১) মারা গেছেন।
বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার ভাইয়ের ছেলে সোহেল নুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা ভাইরাসে আক্রান্তে ১৯ দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাজী আহমেদ হাসান চুন্নু। বুধবার সকালে তিনি মারা যান।পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার রায়েরবাজার কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন হবে।
কাজী আহমেদ হাসান চুন্নু খুলনা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি, অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপ, খুলনা ক্লাব, রোটারী ক্লাব অব খুলনাসহ বিভিন্ন ব্যবসায়িক সামাজিক প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। তিনি খুলনা যশোর রোডের বাংলাদেশ ব্যাংক মোড়ে নিজ বাসভবনে থাকতেন।মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কাজী আহমেদ হাসান চুন্নু'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এর প্রাক্তন সহ সভাপতি ও অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপের সাবেক মহাসচিব আলহাজ্ব আব্দুল হালিম খান। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শোক বার্তায় তিনি বলেন,খুলনায় বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
অনুরূপভাবে রোটারী ক্লাব অব খুলনার সকল সদস্যবৃন্দ এক শোক বার্তায় জানান, তাঁর পরিবারের এই অপুরণীয় ক্ষতির জন্য সকলের সমবেদনা ও ধৈর্য ধারণ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনাসহ বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি পাঠিয়েছেন।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত