কয়রা প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার তেতুঁলতলা গ্রামের বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম তার পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষ কর্তৃক আয়োজিত মিথ্যা মানববন্ধন ও সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
১৭ সেপ্টেম্বর কয়রা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় ডালিম সরদার ও তার চাচা গোলাম মোস্তফা সরদারের নেতৃত্বে ভিন্ন গ্রাম থেকে লোক জড়ো করে মানববন্ধন করা হয়। পরে তার ও তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়।
তিনি অভিযোগ করে বলেন, এর আগে জুন মাসে খুলনায় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। সম্প্রতি ১৩ সেপ্টেম্বর তার বাড়িতে হামলা চালিয়ে তাকে, তার পিতা-মাতা ও ভাইকে মারধর করা হয়।
সাইফুল ইসলাম দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার কামনা করেন এবং গণমাধ্যমকর্মীদের প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত